এবার মুকুটমনিপুরকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীত করার প্রয়াস শুরু, জানালেন, জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রকে এবার আর্ন্তজাতিক মানে উন্নীত করতে উদ্যোগী হয়েছে মুকুটমনিপুর ডেভেলপমেন্ট অথারিটি। জেলার এই জলাধারকে সাজানো হয়েছে নুতন রূপে।পাশাপাশি, গ্রীণ টুরিস্ট স্পট হিসেবে এই পর্যটন কেন্দ্রকে গড়ে তুলতে পরিবেশ দূষন,প্লাস্টিক দূষন বন্ধ করতে নেওয়া হয়েছে এক গুচ্ছ কর্মসূচি।
মুকুটমনিপুর কে ক্লীন অ্যান্ড গ্রীণ রাখতে, সচেতনতা গড়ে তুলতে আজ আয়োজন করা হয় "ক্লীন অ্যান্ড গ্রীণ ম্যারাথন "- দৌড়ের। কংসাবতী নদীর পাড় বরাবর ৫ কিমি এই ম্যারাথন দৌড়ে প্রায় ৩০০ জন অংশ নেন। এমনকি দৌড়ে নজর কাড়েন জেলাশাসক উমাশঙ্কর এস,পুলিশ সুপার কোটেশ্বর রাও। মুকুটমনিপুরের পরেশনাথ পাহাড়ের কোল থেকে দৌড়ের সুচনা হয়ে জিরো পয়েন্টে শেষ হয়।
এই দৌড়ের সূচনা পর্বে উপস্থিত ছিলেন, জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু,রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি,খাতড়ার মহকুমা শাসক রাজু মিশ্র,খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র প্রমুখ। ছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপারও।
ম্যারাথন দৌড়ে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে এদিন অনুষ্ঠান মঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা শাসক উমাশঙ্কর এস জানান, মুকুটমনিপুরকে আন্তর্জাতিক স্তরের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই,পরিবেশ বান্ধব টেনডেম সাইকেল পরিষেবা চালু হয়েছে। এবং গ্রীন টুরিস্ট স্পট হিসেবে আমরা মুকুটমনিপুরকে গড়ে তুলছি।
প্রসঙ্গত, ইয়ার এন্ডিং স্পেশাল ইভেন্ট হিসেবে এবারই প্আরথময়েজন করা হচ্ছে ট্রাইবাল ফুড ফেস্টিভ্যাল এবং ২৫ শে ডিসেম্বর সন্ধ্যাে থেকে থাকছে ফানুস উৎসব।
পর্যটকদের সহায়তার জন্য এবার ২৪ জন টুরিস্ট গাইডকে মোতায়েন কর হয়েছে মুকুটমনিপুরে।
#দেখুন ভিডিও।[embed]