ব্রেকিং নিউজ

এই গ্রামে ঢুকলে,অবাক হবেন আপনিও! সবার মুখেই শুনবেন :"নারায়ণ,নারায়ণ"! কেন? জানতে,পড়ুন এই প্রতিবেদন।

এই গ্রামে ঢুকলে,অবাক হবেন আপনিও! সবার মুখেই শুনবেন :নারায়ণ,নারায়ণ! কেন? জানতে,পড়ুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া কাঞ্চনপুর গ্রামে গেলেই অবাক হবেন আপনিও!

সবার মুখে একটাই কথা- "নারায়ণ /নারায়ণ"।

কেন এমনটা হচ্ছে এই গ্রাম জুড়ে?

জানা গেল, পুরো গ্রাম তিন দিন ধরে নারদ উৎসবে মেতেছেন। তাই সবার মুখে মুখে এই নারায়ণ বন্দনা!

এই বাজারে সব থেকে মুশকিল চাকরী মেলা!

এই মুশকিল থেকে রেহাই পেতেই নাকি নারদ পূজোয় ব্রতী হন গ্রামের কতিপয় বেকার যুবক।সেটা আজ থেকে প্রায় ৯ বছর আগের ঘটনা।

সেই সময় নারদ- আরাধনার পরই তারা সুফলও পান হাতে,নাতে।এই বেকার যুবকদের চাকরী মেলে।

এর পর থেকে প্রতি বছরই গ্রামের বেকার যুবকরা চাকরীর কামনায় নারদ উৎসবের আয়োজন করে আসছেন।

এবছর এই উৎসব ১০ বছরে পড়ল।উৎসব উপলক্ষে মেলাও বসে।

কাঞ্চনপুর গ্রামের এই নারদ উৎসবের অন্যতম উদ্যোক্তা বরেন ঘোষ জানান, দেবর্ষি নারদ দেবতাদের মুশকিল আসানের পথ বাতলে দেন।আমরা বেকাররাও সেই ভাবনা থেকেই, চাকরী পাওয়ার মুশকিল হটাতে নারদ বন্দনায় ব্রতী হয়েছি।

এবছরও গ্রামের অনেকেই চাকরী পেয়েছে। তাই এই নারদ পূজে আমরা ফি বছর ঘটা করে চালিয়ে যাব।

এই গ্রামে এখন নারদ পুজো উৎসবের আকার নিয়েছে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story