Home > মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল > জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে, বড়জোড়ায় এক গুচ্ছ কর্মসূচী পালন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে, বড়জোড়ায় এক গুচ্ছ কর্মসূচী পালন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের।
BY Bankura 24x71 Oct 2018 6:40 PM IST
X
Bankura 24x71 Oct 2018 6:40 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ জাতীয় সেচ্ছায় রক্ত দান দিবসে এক গুচ্ছ কর্মসূচী পালন করল বড়জোড়া ব্লক ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।
আজ,সকালে স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সাইকেল র্যালী সারা বড়জোড়া ব্লক শহর পরিক্রমা করে।
এরছাড়াও ছিল রক্তদান বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা। পাশাপাশি, ছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনও।
মূলত স্বেচ্ছায় রক্তদানে মানুষ কে উদ্বুদ্ধ করতেই আজকের বিশেষ দিনটিতে এই সকল কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানালেন সংগঠনের সপাদক কাঞ্চন বিদ।
Next Story