জঙ্গলমহল খাতড়া

জেলার জঙ্গল মহল থেকে সদর শহর জুড়ে মহা সমারোহে পালিত হল নেতাজীর জন্ম জয়ন্তী।

জেলার জঙ্গল মহল থেকে সদর শহর জুড়ে মহা সমারোহে পালিত হল নেতাজীর জন্ম জয়ন্তী।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহর বাঁকুড়া থেকে জঙ্গল মহল- সারা জেলা জুড়ে আজ মহা সমারোহে পালিত হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৩ তম জন্ম জয়ন্তী।

জেলার প্রতিটি ব্লকে আজ রাষ্ট্র নায়কের জন্ম দিনটিকে স্মরাণে রাখতে ছিল নানা অনুষ্ঠানের আয়োজন।

কোথাও রক্তদান শিবির তো কোথাও আবার নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা বা চিত্র প্রদর্শনীর আয়োজন ছিল।আর ছিল প্রাভাত ফেরীর মধ্য দিয়ে নেতাজী বন্দনা।

সদর শহর বাঁকুড়ার মাচানতলায় জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।ছিল সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরীর আয়োজন।পাশাপাশি এদিন বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষে ৫ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাঁকুড়া ও পুরুলিয়া মিলিয়ে প্রায় ১২৩ জন প্রতিযোগী এই দৌড়ে অংশ গ্রহণ করে।দৌড় প্রতিযোগিতায় পুরুলিয়ার পরীক্ষিত মাহাতো ১ম এবং শক্তিপদ বাউরী ২য় স্থান অধিকার করেন।আর তৃতীয় হয়েছেন বাঁকুড়ার ছান্দারের দীপঙ্কর হাঁসদা।

শহরের বিভিন্ন স্কুলে,স্কুলে এদিন যেমন নেতাজী জয়ন্তী পালিত হয়।তেমনি জঙ্গল মহলের স্কুল গুলিতেও প্রভাত ফেরী, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।

সরকারী,বেসরকারি স্তরে ও স্বেচ্ছাসেবী সংগঠন,ক্লাব, গণ সংগঠন,রাজনৈতিক দল,এবং স্কুল,কলেজেও এদিন জেলা জুড়ে নেতাজী জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।

#দেখুন ভিডিও।[embed]

Next Story