নুতন ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী।
BY Bankura 24x719 Dec 2018 8:31 PM IST

X
Bankura 24x719 Dec 2018 8:31 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধান সভায় এবার নুতন ডেপুটি চিফ হুইপ হচ্ছেন জেলার তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্তী। প্রসঙ্গত,রাজ্যের নুতন চার মন্ত্রীর তালিকায় রয়েছেন সুজিত বসু,নির্মল মাজি,রত্না ঘোষ ও তাপস রায়।তাপস বাবু এতদিন ডেপুটি চিফ হুইপের দায়িত্বে ছিলেন ।
তিনি মন্ত্রী সভার সদস্য নির্বাচিত হওয়ায়, তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাঁকুড়ার জঙ্গলমহলের তালডাংরা বিধানসভার বিধায়ক সমীর চক্রবর্তী।
Next Story