Home > ব্রেকিং নিউজ > ইংরাজী নববর্ষ ও পোঙ্গল উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের।
ইংরাজী নববর্ষ ও পোঙ্গল উপলক্ষে জেলার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের।
BY Bankura 24x716 Jan 2019 4:57 PM IST

X
Bankura 24x716 Jan 2019 4:57 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইংরাজী নব বর্ষ ও পোঙ্গল উপলক্ষে, জেলার সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সাক্ষাৎকারে মিলিত হলেন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। আজ, পুলিশ লাইনে তার অফিস চেম্বারে জেলার সাংবাদিকদের সাথে মিলিত হন তিনি।এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর থানার আই সি রাজর্ষি দত্ত।
জেলার সাংবাদিক,চিত্রসাংবাদিক ও পুলিশ সুপারের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, জেলার উন্নয়নে গঠন মুলক সংবাদের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে সমালোচনা মুলক সংবাদ দুইএরই প্রশাসনিক কর্তাদের জন সেবা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রয়েছে বলে সাংবাদিকরা মত বিনিময় করেন।
জেলার পুলিশি পরিষেবা আরও বেশী করে জনমুখী করে তোলারও আশ্বাস দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও।
Next Story