জঙ্গলমহল খাতড়া

চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু সবজি বিক্রেতার,মৃতের নাম অশোক কুমার দে (৫৮)। বাসটি পুলিশ আটক করলেও পলাতক চালক।

চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু সবজি বিক্রেতার,মৃতের নাম অশোক কুমার দে (৫৮)। বাসটি পুলিশ আটক করলেও  পলাতক চালক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক সবজি বিক্রেতার।আজ সকালে তালডাংরা থানা এলাকার কোলশুলি গ্রামের কাছে এই দূর্ঘটনা ঘটে।মৃতের নাম অশোক কুমার দে(৫৮)।তিনি তালডাংরা থানার খিচকা গ্রামের বাসিন্দা।বিবড়দা থেকে পাইকারী দরে সবজি কিনে গ্রামে ফেরার পথে এই দূর্ঘটনার কবলে পড়েন তিনি।

সাথে, সাথে তাকে আশঙ্কাজনক অবস্থায় তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয়দের দাবী, চলন্ত বাসের ছাদ থেকে পড়ে গিয়েই মারা যান অশোক বাবু।যদিও পুলিশের পাল্টা দাবী, ছাদ ময়,বাসের গেট থেকে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু হয় তার।মৃতদেহ তালডাংরা গ্রামীণ হাসপাতাল থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

বাসটিকে আটক করা গেলেও বাসের চালক এখনও পলাতক বলে,পুলিশ সূত্রে জানা গেছে।

Next Story