Home > জঙ্গলমহল খাতড়া > রানীবাঁধের কাটিয়ামে শবর পল্লীতে জিলা পরিষদের সদস্য চিত্ত রঞ্জন মাহাতের উদ্যোগে শীতবস্ত্র বিতরন।
রানীবাঁধের কাটিয়ামে শবর পল্লীতে জিলা পরিষদের সদস্য চিত্ত রঞ্জন মাহাতের উদ্যোগে শীতবস্ত্র বিতরন।
BY Bankura 24x724 Dec 2018 10:38 AM GMT

X
Bankura 24x724 Dec 2018 10:38 AM GMT
#খবর এক পলকে: শীতে চড়চড় করে নামছে পারদ!ঠান্ডার দাপটে জঙ্গল মহল কাঁপছে। এই অবস্থায় জঙ্গলমহলের রানীবাঁধের কাটিয়ামের শবর পাড়ায় প্রান্তিক শবর পরিবারগুলির শীত বস্ত্রের অাভাবে ঠান্ডার সাথে লড়াই করা দুষ্কর হয়ে পড়েছিল!খবর পেয়ে এগিয়ে এলেন স্থানীয় (রানীবাঁধের) জিলা পরিষদের সদস্য চিত্ত রঞ্জন মাহাত।
শবর পরিবারের হাতে শীতবস্ত্র, কম্বল,শাড়ী তুলে দেন।আর কয়েকজন অনাথ শিশুদেরও শীতবস্ত্র দান করলেন।এই ছোট্ট সামাজিক কর্মসূচিতে তার সাথে অংশ নেন বারিকুলের প্রধান ধনঞ্জয় মাহাত,সমাজসেবী সুনিল হেমব্রম প্রমুখ।
শীতের মরসুমে শীতবস্ত্রের উষ্ণতা পেয়ে খুশী শবর পরিবার গুলি।
Next Story