জঙ্গলমহল খাতড়া

আদিবাসীদের বিক্ষোভে ডি এম অফিসে বন্দি অতিরিক্ত জেলাশাসক সহ কর্মচারীরা।

আদিবাসীদের বিক্ষোভে ডি এম অফিসে বন্দি অতিরিক্ত জেলাশাসক সহ কর্মচারীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আদিবাসী পড়ুয়াদের শিক্ষা সংক্রান্ত এক গুচ্ছ দাবীতে ডি এম অফিস ঘেরাও অভিযানে অফিস বন্দি রয়েছেন আধিকারিক,ও কর্মচারীরা। এমন কি সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডি এম অফিসের ভেতরে আটকে রয়েছেন সাংবাদিকরাও। অতিরিক্ত জেলা শাসকের সাথে আদিবাসী নেতৃত্বের দাবী নিয়ে ইতিবাচক আলোচনা না হওয়া পর্যন্ত এই ঘেরাও চলবে বলে দাবী বিক্ষোভকারীদের।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/chameleon-recorded-at-simlapal/img-20190820-wa0000_240x330_480x660_768x1056_1024x1408_1200x1650/" rel="attachment wp-att-6203">

Next Story