ব্রেকিং নিউজ

শুরু হতে চলেছে দূর্গাপুর ব্যারেজের রাস্তা সারাই, পন্যবাহী ভারী যান চলাচল নিষিদ্ধ করল প্রশাসন।

শুরু হতে চলেছে দূর্গাপুর ব্যারেজের রাস্তা সারাই, পন্যবাহী ভারী যান চলাচল নিষিদ্ধ করল প্রশাসন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শুরু হতে চলেছে দূর্গাপুর ব্যারেজের রাস্তা সারাইয়ের কাজ। যার জেরে নিয়ন্ত্রিত করা হল যান চলাচল। ৯ই সেপ্টেম্বর থেকে টানা ৫ দিন ধরে চলবে এই সারাইয়ের কাজ। এই ৫ দিন সেতুর ওপর দিয়ে ভারী মালবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ করেছে প্রশাসন। তবে মোটর বাইক,আর যাত্রীবাহী বাস ও ছোটো যানবাহন রাস্তার এক পাশ দিয়ে চলাচল করতে পারবে। এক্ষেত্রে, গতিবেগ ঘন্টায় ১০ কিমি বেঁধে দেওয়া য়য়েছে। প্রথম পর্যায়ের সারাইয়ের পর ফের দ্বিতীয় দফার কাজ শুরু হবে। এদিকে, যান চলাচল নিয়ন্ত্রণ করায় এই রুটে যানজটের আশঙ্কা করা হচ্ছে। বাঁকুড়া - রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক দিয়ে একটু ঘুরপথেই পন্যবাহী ভারী যানবাহন গুলিকে দূর্গাপুর যেতে হবে বলে মনে করা হচ্ছে।

Next Story