দুই মাসের গরমের ছুটি পাবেন শিক্ষকরাও, জারী হল নির্দেশিকা।
BY Bankura 24x73 May 2019 1:47 PM GMT

X
Bankura 24x73 May 2019 1:47 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার পড়ুয়াদের পাশাপাশি, শিক্ষকদেরও টানা দুই মাস গরমের ছুটির আওতায় আনার নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। ফনির জেরে শুক্রবার থেকেই রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত সব স্কুলে ছুটি ঘোষণা করেছিল সরকার। এই ছুটি আগামী ৩০ শে জুন পর্যন্ত কেবল পড়ুয়াদের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয়। ফলে আজ মর্ণিং স্কুলে যথারীতি স্কুলে যান রাজ্যের শিক্ষক,শিক্ষিকারা। অবশেষে, শিক্ষকদের জন্যও ছুটি ঘোষণা করায় তারাও গরমে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন তা বলাই বাহুল্য।
Next Story