Home > ব্রেকিং নিউজ > বিহারীনাথ থেকে হুগলী ফেরার পথে বিষ্ণুপুরে পর্যটক বোঝাই বাস উল্টে আহত ১২,আশঙ্কাজনক ২।
বিহারীনাথ থেকে হুগলী ফেরার পথে বিষ্ণুপুরে পর্যটক বোঝাই বাস উল্টে আহত ১২,আশঙ্কাজনক ২।
BY Bankura 24x71 Jan 2019 10:55 PM IST

X
Bankura 24x71 Jan 2019 10:55 PM IST
#News Flash : নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই বাস উল্টে আহত হলেন কয়েক জন শিশু সহ ১২ জন। তাদের মধ্যে চার জনের আঘাত গুরুতর,এবং দুই জন আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
হুগলীর ধনেখালি থেকে প্রায় ৩০ জনের একটি দল বিহারীনাথ পাহাড় বেড়াতে গিয়েছিলেন।ফেরার পথে বিষ্ণুপুর এম,আই,টি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের কাছে তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও।
Next Story