ব্রেকিং নিউজ

সাত দিনেই ভরে যাবে পায়খানার ভ্যাট, এই আশঙ্কায় মাঠেই মলত্যাগ! বিডিওকে এমনটাই জানালেন গ্রামবাসীরা।

সাত দিনেই ভরে যাবে পায়খানার ভ্যাট, এই আশঙ্কায় মাঠেই মলত্যাগ! বিডিওকে এমনটাই জানালেন গ্রামবাসীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাত দিনেই ভরে যাবে পায়খানার ভ্যাট! সের্ফ এই আশঙ্কাতেই বাড়ীতে নির্মল বাংলা প্রকল্পের তৈরী করে দেওয়া পায়খানা থাকলেও খোলা জায়গায় মল ত্যাগ করেন গ্রামবাসীরা।

আজ সাত সকালে নির্মল বাংলার সচেতনতার কর্মসূচিতে বড়োকূর্পা,লৌকিডাঙ্গা গ্রামে গিয়ে এমনই অভিজ্ঞতা হল ওন্দার বিডিও বিমল শর্মার!

তিনি আজ খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করতে গ্রামের মাঠে ও পুকুর ঘাটে হানা দিয়ে হাতে নাতে কয়েকজনকে ধরেও ফেলেন। তাদের,বুঝিয়ে সুজিয়ে আর এমনটা যে তারা করবেন না,তার অঙ্গীকার করিয়ে নেন তিনি। তারপরই তাদের ছাড়েন।

তবে, বাড়ী,বাড়ী সচেতনতার প্রচার চালাতে গিয়ে, নির্মল বাংলা প্রকল্পে তৈরী পায়খানার মান নিয়েও বিডিও কে কয়েকজন মহিলার কাছে অভিযোগ শুনতে হয়।

কোথাও আবার পায়খানার পাইপ ভ্যাটে ঠিক মতো না লাগানোর ফলে তা ব্যবহার করা যাচ্ছে না বলেও বিডিওর কাছে অভিযোগ আকারে তুলে ধরেন মহিলারা।

এই পায়খানায় মল ত্যাগ করলে তা বাড়ীর উঠোনেই গিয়ে পড়বে। তাই বাধ্য হয়ে তাদের মাঠেই পায়খানা করতে হচ্ছে। এমনটাও জানানো হয় বিডিওকে।

ফলে নির্মল বাংলার উদ্দেশ্য নির্মানের সময় গাফিলতির জেরে কার্যত যে মাঠেই মারা যাচ্ছে তা এদিন স্পষ্ট হয়ে যায়।

বিডিও অবশ্য এই সমস্য মেটানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি, মাঠে,ঘাটে মলত্যাগ করার কুফল তুলে ধরেন।

যদিও ওন্দার বিডিও বিমল কুমার শর্মা জানান, এখনও কিছু ভুল ধারনার জন্য গ্রামের লোক খোলা জায়গায় মল ত্যাগ করছেন। এটা বন্ধ করতে তিনি লাগাতার অভিযান চালাবেন বলেও জানান।

#দেখুন ভিডিও।[embed]

Next Story