বাজার-বানিজ্য

আগামী ৪৮ ঘন্টায় বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট! জেলার সমস্ত অনলাইন পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা!

আগামী ৪৮ ঘন্টায় বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট! জেলার সমস্ত অনলাইন পরিষেবাতেও প্রভাব পড়ার আশঙ্কা!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা বিশ্বজুড়ে আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে ! ফলে, বিশ্বের পাশাপাশি, জেলা জুড়েও সমস্যায় পড়বেন ইন্টারনেট ব্যবহারকারীরা!

রাশিয়া টুডে সূত্রে খবর, ডোমেন সার্ভারের রুটিন মেরামতের জন্যই আগামী ৪৮ ঘন্টা ইন্টারনেট পরিষেবা ব্যহত হতে পারে! এবং, কেবল রাশিয়া বা আমাদের দেশেই নয়, এর প্রভাব পড়তে পারে সারা বিশ্বজুড়ে!

ফলে,ওয়েব পেজ খোলার ক্ষেত্রে যেমন সমস্যা হবে,তেমনি ব্যাহত হতে পারে, ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকা সমস্ত রকম অন লাইন লেনদেন এবং ইকমার্সের বেচা কেনাও।

জানা গেছে,দ্যা ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) তাদের রুটিন মেরামতির কাজ করবে এই দুই দিন।

ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেম(ডিএনএস)-কে সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত ক্রিপটোগ্রাফিক কি -রয়েছে, তা এই দুদিন বদলানোর কাজ চালবে সংস্থাটি।

প্রধানত, হ্যাকারদের হাত থেকে সাইট গুলোকে রক্ষা করতেই আইসিএএনএন ক্রিপটোগ্রাফিক কি বদলানোর সিদ্ধান্ত নিয়েছে।

সেই কাজ আগামী ৪৮ ঘন্টা ধরে হবে। তাই, এই সময় ইন্টারনেট পরিষেবা আংশিক বা পুরেপুরি বন্ধ হতে পারে বিশ্ব জুড়ে। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক ভাবে তার প্রভাব পড়বে আমাদের জেলাতেও। পুজের মুখে এই খবরে অন লাইনে অফারে কেনা কাটা বন্ধ হওয়ার আশঙ্কায় চিন্তাতে পড়েছেন অনলাইন গ্রাহকরা। তাছাড়া পস মেশিনে বা ক্রেডিট ও ডেবিট কার্ডে বিভিন্ন সংস্থার পেমেন্ট গেটওয়ে পরিষেবাতেও প্রভাব পড়তে পারে! তবে এই ৪৮ ঘন্টার পর ফের স্বাভাবিক পরিষেবা মিলবে বলে দাবী করেছে মেরামতি সংস্থাটি।

(সংবাদ সূত্র সৌজন্যে- "রাশিয়া টু ডে ")

Next Story