জঙ্গলমহল খাতড়া

করোনা নয়,বাঁকুড়া মেডিকেলের আইসোলেশন ভর্তি তালডাংরার মহিলা আক্রান্ত স্ক্রাব টাইফাসে।

করোনা নয়,বাঁকুড়া মেডিকেলের আইসোলেশন ভর্তি তালডাংরার মহিলা আক্রান্ত  স্ক্রাব টাইফাসে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তালডাংরার মহিলার করোনা নয়, তার রক্তের নমুনায় ধরা পড়ল তিনি স্ক্রাব টাইফাসে আক্রান্ত। আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল সূত্রে এই খবর জানা যায়। স্ক্রাব টাইফাসে এই মহিলা আক্রান্ত হওয়ায় তালডাংরায় করোনার পাশাপাশি মানুষের মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নুতনকরে জেকা স্বাস্থ্য দপ্তরকে আরও এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা বলাই বাহুল্য। বাঁকুড়া মেডিকেলেই এ-ই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

জ্বর, সর্দিকাশি উপসর্গ এই রোগেও দেখা দেওয়ায় তালডাংরা এলাকার ওই মহিলাকে করোনা সন্দেহে মঙ্গলবারই ভর্তি করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। রক্ত পরীক্ষায় ধরা পড়ে তিনি স্ক্রাব টাইফাসে আক্রান্ত। যদিও এই মহিলা সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। প্রসঙ্গত, তালডাংরা থেকে বাঁকুড়ায় রেফার করার পর ওই মহিলাকে আইসোলেশনে ভর্তি করার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে তারা এখন এবিষয়ে নিশ্চিত হতেভল পারবেন যে এলাকায় করোনা প্রবেশ করতে পারেনি।পাশাপাশি, আবার এলাকায় স্ক্রাব টাইফাসের হানায় নুতন করে টাইফাসের মোকাবিলা করতে হবে তাদের।

Next Story