শিরোনাম

বিষ্ণুপুরে মানসিক অবসাদে, কীটনাশক খেয়ে আত্মঘাতী বৃদ্ধ দম্পতি।

X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃদ্ধ দম্পতির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিষ্ণুপুর পৌর এলাকার ১ নাম্বার ওয়ার্ডের পাঠক পাড়ায়। পুলিশ জানিয়েছে,মৃত দম্পতির নাম অসিত চৌধুরী (৮৩)ও ইরা চৌধুরী (৭২)। অসিত বাবু অবসর প্রাপ্ত রেলকর্মী। তার এক ছেলে রেলে চান্ডিলে কর্মরত, ও এক ছেলে আর্মিতে কর্মরত।

এখানে এই দম্পতি তাদের এক বৌমা ও নাতনিকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার বৌমা বিষ্ণুপুর শহরের কাটানধারে তার বাপেরবাড়ী গিয়েছিলেন। নাতনিও টিউশন পড়তে গিয়েছিল।সেই ফাঁকা ঘরের সুযোগ কে কাজে লাগিয়ে এই দম্পতি কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। বৌমা রাতে বাড়ী ফিরে দেখেন শ্বশুর, শ্বাশুড়ী মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান,মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন এই বৃদ্ধ দম্পতি। কারণ অন্য কোন অশান্তিও ছিলনা।পরিবারও ছিল সচ্ছল। কোন অভাব ছিলনা।[playlist type="video" ids="922"]

Next Story