ব্রেকিং নিউজ

চৈত্র নয়! পৌষেই তিন দিনের শিবের গাজনে মাতেন ওন্দার একেড়্যার বাসিন্দারা।

চৈত্র নয়!  পৌষেই তিন দিনের শিবের গাজনে মাতেন ওন্দার একেড়্যার বাসিন্দারা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চৈত্র নয়! পৌষেই ফি বছর শিবের গাজন মেলায় মাতেন একেড়্যার গ্রামবাসীরা। তিন দিন ধরে চলে এই গাজন মেলা।আজ, তার শুভ সূচনা হল।

সকালে মঙ্গল ঘট নিয়ে মহিলাদের শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। তার পর শুরু হয় বাবা ভোলানাথের আবাহন। শনিবার থেকে শুরু হওয়া এই গাজন মেলা চলবে সোমবার পর্যন্ত।

গাজন উপলক্ষে তিনদিন ধরে, নানা ধর্মীয় অনুষ্ঠান, চন্ডীপাঠ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

আজ গাজন মেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ,জিলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

ওন্দা ব্লকের এই গ্রামে চতুর্দশ শিবের গাজন মিলন উৎসবের আকার নেয়।

গ্রামে এই গাজন চৌদ্দ শিবের গাজন নামে বেশী পরিচিত। রবিবার এখানে থাকছে নর নারায়ণ সেবার আয়োজনও।

ঐদিন, বাবা ভোলানাথের অন্ন ভোগ গ্রহণ করতে হাজার,হাজার ভক্তের সমাগম হবে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story