ব্রেকিং নিউজ

ওন্দার ওলা গ্রামে সবজি আড়তে চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ , আহত ৫ জন। এলাকায় উত্তেজনা !

ওন্দার ওলা গ্রামে সবজি আড়তে চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ , আহত ৫ জন। এলাকায় উত্তেজনা !
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ওন্দা থানা এলাকার ওলা গ্রামে একটি সবজি আড়তে চুরির অভিযোগের মিটমাটের জন্য ডাকা সালিশী জমায়েতে সংঘর্ষের ঘটনার জেরে, শনিবার রাতে এলাকায় উত্তেজনা ছড়ালো পুরোদমে!

সংঘর্ষের জেরে ৫ জন আহত হয়ে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানাগেছে, গত ২৪শে অক্টোবর গ্রামের একটি সবজি আড়তে চুরির ঘটনা ঘটে।

ওই চুরির অপবাদ তুলে, ওলার পাশের গ্রাম জোঁদার বাসিন্দা আড়ৎ মালিক পুলক শীট ও মানিক শীট লোকজন নিয়ে গ্রামে ঢোকেন। এবং সালিশীর মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার নামে,গ্রামে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এমনকি, তাদের বিরুদ্ধে মহিলাদের ওপরেও হামলা চালানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা।

আড়ৎ মালিকের লোকজন লাঠি সোটা নিয়ে,ইঁট পাটকেল ছুঁড়ে গ্রামবাসীদের ওপর আক্রমণ চালায় বলেও অভিযোগ ওঠে।

খবর পেয়ে ওন্দা থানার পুলিশ, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গ্রামবাসীদের দাবী, যাদের বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হচ্ছে, তারা চুরির ঘটনায় যুক্ত নন।

তাই, গ্রামবাসীরা ওই আড়ৎ মালিকের আচরনের প্রতিবাদ জানান।

অভিযোগ,তখনই, তাদের ওপর আড়ৎ মালিকের লেঠেল বাহিনী আক্রমণ চালায়।

যদিও, আড়ৎ মালিকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবী করা হয়েছে।

অন্যদিকে,ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story