ব্রেকিং নিউজ

মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই ওয়াগন খালি করার সময় মিলল মৃতদেহ! তদন্তে পুলিশ।

মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই  ওয়াগন খালি করার সময় মিলল মৃতদেহ! তদন্তে পুলিশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা খালি করার সময় ওয়াগনের রেক থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল! শুক্রবার রাত্রি ২টা ২০ মিনিট নাগাদ ওড়িশা থেকে কয়লা নিয়ে আসা ওয়াগান থেকে কয়লা খালি করার পর রেকের মধ্যে কয়লা চাপা এই মৃতদেহ নজরে আসে কোল হ্যান্ডেল প্ল্যান্টের কর্মীদের। সাথে,সাথে কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তারক্ষীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকরাও। ঘটনাটি জানানো হয় গঙ্গাজলঘাটি থানায়। থানা থেকে পুলিশ গিয়ে শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পাশাপাশি, কি করে এই মৃতদেহ এল তা জানতে প্রাথমিক তদন্তও শুরু করে পুলিশ।এবং প্রথমিক তথ্য জোগাড়ের জন্য জেলা পুলিশ ওড়িশা পুলিশের সাথেও যোগাযোগ করছে বলে জানাগেছে। আপাত দৃষ্টিতে দেখে তদন্তকারী পুলিশ কর্তারা জানাচ্ছেন, মৃতদেহটি দুই থেকে তিন দিনের পুরানো এবং মৃতদেহে পচন ধরেছে। উদ্ধার হওয়া মৃতদেহের পরনে বারমুডা ও লাল রঙের গোল গলা গেঞ্জী ছিল।

মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার নিখিল কুমার চৌধুরী জানান, এই মৃতদেহ আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/today-the-people-of-the-muslim-community-of-the-district-celebrated-the-bishwa-nabi-dibas/img-20191104-wa0003-2/" rel="attachment wp-att-7068">

Next Story