কয়লাবাহী লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গঙ্গাজলঘাটিতে।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কয়লাবাহী লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়। আজ সকালে রানীগঞ্জের দিক থেকে বাঁকুড়াগামী একটি কয়লা বোঝাই লরি গঙ্গাজলঘাটি মোড়ের কাছে নিমাই মন্ডল নামে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর ঘাতক লরিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাড়া করে দেশুড়িয়া মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলে। পাশাপাশি, ঘটনার প্রতিবাদে বাঁকুড়া - রাণীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। পরে লরিটিকে তুলে দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানার হাতে।
মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও লরি চালকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অবরোধকারীরা। অবিলম্বে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বেপরোয়াভাবে বালি ও কয়লা চলাচল বন্ধ করার দাবিও তুলেছেন তারা।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]