Home > জঙ্গলমহল খাতড়া > রাণীবাঁধে কেবল লাইনের কাজ তদারকির সময় তড়িতাহত হয়ে মৃত্যু এক অপারেটারের, আহত আরও একজন।
রাণীবাঁধে কেবল লাইনের কাজ তদারকির সময় তড়িতাহত হয়ে মৃত্যু এক অপারেটারের, আহত আরও একজন।
BY Bankura 24x730 Sep 2018 2:42 PM GMT

X
Bankura 24x730 Sep 2018 2:42 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কেবল লাইনের কানেকশন রক্ষনাবেক্ষনের কাজ করার সময় তড়িতাহত হয়ে মৃত্যু হল এক জনের। আরও এক জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ সকালে রাণীবাঁধ থানার পূর্ণাপানি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রজত কান্তি মহান্তি (৪৪)।
রজত বাবু এক অপারেটারে কে কাজে লাগিয়ে নীচে বসে কাজের তদারকি করছিলেন। আচমকা পোলে ওঠা ওই অপারেটর পোলের ওপর থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নীচে পড়ে যান। তিনি প্রাণে বেঁচে গেলেও,রজত বাবু তড়িতাহত হন। দুজনকে উদ্বার করে রাণীবাঁধ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রজত বাবুকে মৃত বলে ঘোষনা করেন।
রাণীবাঁধ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Next Story