ব্রেকিং নিউজ

বড়জোড়ার লহরাবনিতে মিনিবাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১,আহত ৭ জন।

বড়জোড়ার লহরাবনিতে মিনিবাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১,আহত ৭ জন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সাত সকালে যাত্রীবাহী মিনিবাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। আজ বড়জোড়া থানা এলাকার বাগুলি কোলিয়ারীর কাছে লহরাবনি মোড়ের কাছে ঘটে এই পথ দূর্ঘটনা। এই দূর্ঘটনায় মুচিরাম ধীবর (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মিনিবাসের চালক সহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে মিনিবাসের চালক সহ তিন জনকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্গাপুর দিক থেকে দূর্লভপুর গামী মিনিবাসটির সাথে উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটে এই মর্মান্তিক পথ দূর্ঘটনা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/five-demanded-the-deputation-of-the-vrp-organization-to-dm/img-20190819-wa0061/" rel="attachment wp-att-6186">

Next Story