শালতোড়ায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক বন দপ্তরের কর্মী।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (প্রসেনজিৎ সাধু,শালতোড়া) : এক অজ্ঞাত পরিচিত গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হলেন এক
বনকর্মী। আজ জেলার শালতোড়া থানার জওহরবোনায় এই পথ দূর্ঘটনাটি ঘটে। স্কুটি আরোহী নন্দলাল মাজি নামে ওই বন দপ্তরের কর্মীকে কোনো ট্রেকারে বা পিক ভ্যান জাতীয় গাড়ী ধাক্কা দিয়ে চম্পট দেয় বলে স্থানীয়দের দাবী।
নন্দ বাবুর মাথায় জোর চোট লাগে। তিনি যদিও হেলমেট পরে ছিলেন। তাকে স্থানীয় গ্রামবাসী ও পুলিশ মিলে উদ্ধার করে প্রথমে শালতোড়া ব্লক হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা হেলমেট তার মাথা থেকে খোলেন। হেলমেট ভেঙ্গে মাথায় বসে গিয়েছিল। পরে,তাকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তিনি বন দপ্তরের তিলুড়ী বিট অফিসের কর্মী ছিলেন বলে জানা গেছে। এবং ওনার বাড়ী বড়জোড়ায়। এদিকে পুলিশ ধাক্কা দিয়ে চম্পট দেওয়া গাড়ীটির খোঁজে তল্লাশি শুরু করেছে।
#দেখুন 🎦 ভিডিও।👇[embed]