সহপাঠিনীর শ্লীলতাহানির প্রতিবাদে বিষ্ণুপুরে পড়ুয়াদের বিক্ষোভ, গ্রেপ্তার অভিযুক্ত লালু সেখ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সহপাঠিনীর শ্লীলতাহানির প্রতিবাদে ও অভিযুক্তের শাস্তির দাবীতে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে পড়ুয়াদের বিক্ষোভের জেরে, অবশেষে অভিযুক্ত লালু সেখ কে গ্রাপ্তার করে, আদালতে তুলল বিষ্ণুপুর থানার পুলিশ।
প্রসঙ্গত,সোমবার সকাল ১০টা নাগাদ বাড়ী থেকে বেরিয়ে টিউশন পড়তে যাচ্ছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী।অভিযোগ,ওই ছাত্রীর পথ আগলে আশালীন আচরনের পাশাপাশি শ্লীলতাহানিও করে লালু সেখ নামে এক ব্যাক্তি।
এরপর বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে।
অভিযুক্তের শাস্তির দাবীতে পড়ুয়ারা মহকুমা শাসকের অফিসে বিক্ষোভে সামিল হওয়ার পাশাপাশি মহকুমা শাসকেও বিষয়টি জানায়। প্রশ্ন ওঠে পুলিশের ভুমিকা নিয়েও!
যদিও, শেষ অবধি লালু সেখকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ।
পড়ুয়া থেকে অভিভাবক,সকলেই বিষ্ণুপুর শহরে প্রকাশ্য দিবালোকে এই শ্লীলতাহানির ঘটনা ঘটায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তারা শহরের পুলিশী তৎপরতা আরো জোরদার করার দাবীও তুলেছেন।
#দেখুন ভিডিও।[embed]