একটি মোটর বাইককে দূর্ঘটনার থেকে বাঁচাতে গিয়ে বিপত্তি,কন্টেনার ও ম্যাজিক গাড়ীর সংঘর্ষ,মৃত ১ আহত ২।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক মোটর বাইককে বাঁচাতে গিয়ে কণ্টেনারের সাথে এক ম্যাজিক গাড়ীর ধাক্কা হলে ম্যাজিক গাড়ীর চালক প্রাণ হারালেন। পাশাপাশি দুই মোটর বাইক আরোহী আহত হন।তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বাঁকুড়া সদর থানার ৬০ নাম্বার জাতীয় সড়কের দেরুয়া মোড়ের কাছে ঘটে এই দূর্ঘটনা। কন্টেনার যান টি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর অভিমুখে যাচ্ছিল। একটি মোটর বাইকে বাঁচাতে গেলে সেই সময় টাটা ম্যাজিক গাড়ীটি আচমকা মাঝখানে ঢুকে পড়লে দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয় মানুষ উদ্ধার করতে ছুটে আসেন। পুলিশ সকলকে সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ম্যাজিক গাড়ীর চালক হাসপাতালে মারা যান। বাকী দুজনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]