ব্রেকিং নিউজ

মেজিয়ার দামোদর চরে অভিযান চালিয়ে ৩৫ বিঘা জমির বেআইনী পোস্ত চাষ নষ্ট করল আবগারি দপ্তর।

মেজিয়ার দামোদর চরে অভিযান চালিয়ে ৩৫ বিঘা জমির বেআইনী পোস্ত  চাষ নষ্ট করল আবগারি দপ্তর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বেআইনী পোস্ত চাষ বন্ধ করতে অভিযানে নেমে বড়ো সাফল্য পেল জেলা আবগারি দপ্তর। আজ ভোরে মেজিয়া ব্লকের দামোদর নদের কেশব মানা ও দূর্গা মানা এই দুই চরে হানা দেয়। আবগারি দপ্তরের বিশেষ দল এবং পুলিশ বাহিনী ও র‍্যাফ নিয়ে চলে অভিযান। দামোদরের চরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বেআইনী পোস্ত চাষ রমরমিয়ে চলছিল। আবগারি দপ্তর সোর্স মারফৎ খবর পেয়ে এই আভিযান চালায়। জেলা আবগারি দপ্তরের দাবী, প্রায় ৩০-৩৫ বিঘা জমিতে চাষ করা অবৈধ পোস্ত গাছ এদিন নষ্ট করা হয়েছে।

#দেখুন 🎦ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/road-accidents-1death-3-injured/frb-19-an/" rel="attachment wp-att-3773">

Next Story