পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে আদিবাদী গ্রামে শীত বস্ত্র দান।
BY Bankura 24x725 Dec 2019 9:54 PM IST

X
Bankura 24x725 Dec 2019 9:54 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তাপমাত্রার পারদ নামছে! আর জাঁকিয়ে পড়ছে ঠান্ডা! তাই এই হাড় কাঁপানো ঠাণ্ডায় উষ্ণতার পরশ দিতে গ্রামের গরীব আদিবাসী মানুষজনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার কাজে ব্রতী হয়েছে জেলার শালতোড়া ব্লকের পাবড়া বিবেকানন্দ সেবা সমিতি। তারা ইতিমধ্যেই তিলুড়ি গ্রাম পঞ্চায়েতের শিঁয়াকুলডোবা ও লখনকাটা গ্রামের প্রায় শতাধিক আদিবাসী মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেয়। আগামী কয়েক দিনে আরও অন্যান্য গ্রামের মানুষের হাতেও একই ভাবে শীত বস্ত্র দানের কর্মসূচি নিয়েছে পাবড়া বিবেকানন্দ সেবা সমিতি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story