ব্রেকিং নিউজ

বেলিয়াতোড়ে হাতির হানা ধান জমিতে, ক্ষতির মুখে পড়ে ক্ষুব্ধ চাষীরা হাতি সরানোর দাবীতে সরব হলেন।

বেলিয়াতোড়ে হাতির হানা ধান জমিতে, ক্ষতির মুখে পড়ে ক্ষুব্ধ চাষীরা হাতি সরানোর দাবীতে সরব হলেন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ধানের জমিতে হাতির হানায় জেরবার বেলিয়াতোড় রেঞ্জের কালজুড়ি,ধাদকা,

সামন্তমাড়া গ্রামের বাসিন্দারা। হাতির পায়ের চাপে বিঘার পর বিঘা জমির ধান জমিতে মিশে যাওয়ায় মাথায় হাত চাষীদের।

তারা, অবিলম্বে হাতির হানা ঠেকানোর দাবীর পাশাপাশি, বন দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন। মুলত গোধুলির পর বা রাতে হাতি ধান জমিতে হানা দিচ্ছে। বন দপ্তর সুত্রে জানানো হয়েছে এই এলাকায় একটি মাত্র হাতি রয়েছে।সেটিই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এবং এটি আবাসিক হাতি বলেও জানা গেছে।

তবে, গত কাল রাতে হাতি বেশী মাত্রায় ধানের ক্ষতি করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শ্যামাপদ মাল।

তিনি বলেন, রাতে হাতি জমির ধান পায়ে মাড়িয়ে দিয়েছে। আমরা চাইছি হাতি অন্যত্র সরানোর ব্যবস্থা করুক বন দপ্তর। তার দাবী, ফসলের ক্ষতি হলেও ঠিক মতো ক্ষতিপূরণ মেলেনা। ফলে চাষীদের পথে বসতে হয়।

যদিও, বন দপ্তরের দাবী হাতির হানায় ফসল নষ্ট হলে নিয়ম মতো ক্ষতিপূরন পাবেন চাষীরা।

Next Story