নজরে ভোট

পাত্রসায়রে তৃণমূল সমর্থকদের দোকানে হামলা,অভিযুক্ত বিজেপিও সিপিএম,অভিযোগ অস্বীকার ২ দলের।

পাত্রসায়রে তৃণমূল সমর্থকদের দোকানে হামলা,অভিযুক্ত বিজেপিও সিপিএম,অভিযোগ অস্বীকার ২ দলের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ভোট পরবর্তী হামলা কিছুতেই পিছু ছাড়ছে না।আর এই হামলা কে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলে অভিযোগ, পাল্টা অভিযোগের পালাও চলছে পুরোদমে। এমন কি জেলায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানির মতো ঘটনা ঘটার পরও জেলায় রাজনৈতিক দল গুলোর মধ্যে হানাদারিতে বিরাম নেই! তৃণমূলের পক্ষ থেকে জেলার পাত্রসায়রে দলীয় সমর্থকদের কয়েকটি দোকানে সোমবার রাতে হামলার অভিযোগ তোলা হয়েছে। এই হামলার দায় বিজেপি ও সিপিএমের ওপর চাপিয়েছে তৃণমূল। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল সাঁতরার দাবী, বিজেপি ও সিপিএম যৌথ ভাবে এই হামলা চালিয়েছে। যদিও দুই দলই তৃণমূলের অভিযোগ কে, আষাড়ে গল্পের আখ্যা দিয়ে খারিজ করেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/hs-rank-8th-gourav-singa/img-20190222-wa0013-696x557/" rel="attachment wp-att-5058">

Next Story