ব্রেকিং নিউজ

ফণির জেরে জেলায় চলছে বৃষ্টি পাত, কিছুক্ষন পরই ঘূর্ণি ঝড়ের আশঙ্কা! গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৬৫ কিমি।

ফণির জেরে জেলায় চলছে বৃষ্টি পাত, কিছুক্ষন পরই ঘূর্ণি ঝড়ের আশঙ্কা! গতিবেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৬৫ কিমি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফণির জেরে জেলাতেও চলছে বৃষ্টিপাত। তবে বিকেল গড়িয়ে রাতে ভারী বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় প্রায় ৮০ কিমি বেগে। পাশাপাশি ঘূর্ণি ঝড় বইতে পারে ৩০ থেকে ৬৫ কিমি প্রতি ঘন্টায়। রাতের দিকে পরিস্থিতি জটিল হবে। ঝড় ও বৃষ্টি দুইই বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর। জেলা অবহাওয়া দপ্তর সুত্রে খবর বেলা ১২টা পর্যন্ত জেলায় বৃষ্টি পাতের পরিমান ১০.১ মিলিগ্রাম। এদিকে, ফণির আতঙ্কে জেলায় স্বাভাবিক জীবন যাত্রায় ঘটেছে ছন্দ পতন! তবে সব ধরনের পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য প্রস্তুত জেলা প্রশাষন।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bjp-agitation-controversy-at-bankura-ps/img-20190430-wa0001/" rel="attachment wp-att-4572">

Next Story