জঙ্গলমহল খাতড়া

মারা গেলন পথ দূর্ঘটনায় আহত চিত্র সাংবাদিক তাপস সেন, জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া!

মারা গেলন পথ দূর্ঘটনায় আহত চিত্র সাংবাদিক তাপস সেন, জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চলে গেলেন চিত্র সাংবাদিক তাপস সেন।

শুক্রবার সন্ধ্যায় ওন্দা থানার রতনপুরে মোটর বাইক দূর্ঘটনার গুরুতর আহত হন তিনি। এর পর তাকে আশঙ্কাজনকভাবে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।খবর পেয়েই জেলার সাংবাদিক রা হাসপাতালে ছুটে যান। তবে, তখন তাপস পাড়ি দিয়েছে পরলোকে। সারা জেলার সাংবাদিক মহলে নেমে আসে শোকের ছায়া। শুক্রবার সন্ধ্যায় চিত্র সাংবাদিক তাপস রতনপুরের গোলকুন্ডা রাস্তার বড়ো ক্যানেলের কাছে দূর্ঘটনার কবলে পড়েন। কোনো অজ্ঞাত পরিচিত কোনো যানবাহন ধাক্কা দিয়ে চম্পট দেয়। ঘাতক গাড়ীটিকে এখনও ধরতে পারেনি পুলিশ।

আশঙ্কাজনক অবস্থায় তাপস সেন নামে ওই চিত্র সাংবাদিক কে চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। তাপসের বাড়ি খাতড়ায়। বাঁকুড়া থেকে রতনপুরে সে শ্বশুর বাড়ি যাচ্ছিল। শ্বশুর বাড়ি পৌঁছানোর আগেই ঘটে মর্মান্তিক দূর্ঘটনা।

স্কুল জীবনেই ছবিতোলায় হাতে খড়ি তাপসের। তার পর পড়াশোনা বেশীদুর আর গড়ায়নি ঠিকই, তবে ছবি তোলায় নজর কাড়ে সে।শুরু করে চিত্র সাংবাদিকতা। একদিন,প্রাত্যহিক খবর,হিন্দুস্থান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া র মতো প্রথম শ্রেণির দৈনিকে এক সময় চুটিয়া কাজ করেছে সে।পাশাপাশি সংবাদ সংস্থা পিটিআই তেও কাজ করেছে তাপস। জঙ্গল মহলের আশান্ত যখন ছিল তখন তাপসের তোলা ছবি সংবাদ মাধ্যমে আলোড়োন ফেলে দিয়েছিল। বর্তমানে সে ফ্রী ল্যান্স ফোটো জার্নালিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়াছিল। তার মৃত্যুর সংবাদ পেয়ে, কলকাতায় সাংবাদিকরাও মর্মাহত। তারাও শোক জ্ঞাপনের পাশাপাশি পরিবার,পরিজনদের সমবেদনা জানিয়েছেন। দুপুরে ময়না তদন্তের পর তার আন্তিম যাত্রায় সামিল হবেন জেলার চিত্র সাংবাদিক ও সাংবাদিকরা। পরে খাতড়ায় সারা হবে তার অন্ত্যোষ্টি ক্রিয়া বলে জানা গেছে।

Next Story