শহর বাঁকুড়া

অডিও কোম্পানী গুলোর মোটা টাকার কপিরাইট ফি দাবী করার প্রতিবাদে, জেলার ফটোগ্রাফার ও ভিডিও মিক্সিং প্রফেশনালরা আন্দোলনে।

অডিও কোম্পানী গুলোর মোটা  টাকার কপিরাইট ফি দাবী করার প্রতিবাদে, জেলার ফটোগ্রাফার ও ভিডিও মিক্সিং প্রফেশনালরা আন্দোলনে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কপিরাইট লাইসেন্সের নামে বিভিন্ন অডিও কোম্পানীর মোটা টাকা দাবী করার অভিযোগ তুলে, এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবীতে, বাঁকুড়া সদর মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন জেলার কয়েকশো ফটোগ্রাফার ও ভিডিও মিক্সিং প্রফেশনালরা।

তাদের সংগঠনের তরফ থেকে শহর জুড়ে বিক্ষোভ মিছিলের পর মহকুৃমা শাসকের অফিস প্রাঙ্গনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবী,যেভাবে কপিরাইট লাইসেন্স ফি দাবী করা হচ্ছে তা মেটাতে গেলে তাদের রোজগারে টান ধরবে। তাই এই সমস্যা মেটাতে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে, সদর মহকুৃমা শাসক সুদীপ্ত দাস জানান, তিনি তাদের দাবী পত্র

ঊর্ধতন কতৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story