জেলায় জারী হল প্লাসটিক দূষণ বিধির বিজ্ঞপ্তি। আগামী ১৫ ই নভেম্বরের পর বিধি লঙ্ঘনে ২ লাখ পর্যন্ত জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে। জানালেন জেলাশাসক।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার থেকে জেলায় প্লাসটিক বিধি লঙ্ঘন করলেই কড়া শাস্তির মধ্যে পড়তে হবে।
আইন অনুযায়ী প্লাসটিক বিধি লঙ্ঘনকারীর ব্যবসার লাইসেন্স বাতিল,দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা ছয় মাসের হাজত বাসও হতে পারে।
তবে, এতদিন জেলা প্রশাসন জেলায় প্লাসটিক বিধি লঙ্ঘন করলেও শাস্তির ক্ষেত্রে কড়াকড়ি করেনি।
এবার, কিন্তু জেলা প্রশাসন বিজ্ঞপ্তি জারী করে জানিয়ে দিয়েছে যে, আগামী ১৫ নভেম্বরের পর থেকে এই বিধি না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
জেলা শাসক ডাঃ উমাশঙ্কর এস এক সাংবাদিক বৈঠকে জানান, জেলার পুর শহর গুলিতে নিকাশী নালা প্লাসটিক জমে বন্ধ হয়ে যাওয়ায়, ওই নালা 'মশার আঁতুড় ঘর '-হয়ে পড়ছে!পাশাপাশি, পরিবেশও দূষিত হচ্ছে।
কেবল প্লাসটিক নয়, এবার কোপ পড়ছে থার্মোকলের তৈরী প্লেট,গ্লাস,কাপের ওপরও। এবং প্লাসটিকের চায়ের কাপের ওপরও নিষেধাজ্ঞা জারী থাকছে বলেও জানান জেলাশাসক।
প্রসঙ্গত, এর আগে জেলার মুকুটমণিপুর,শুশুনিয়ার মতো পর্যটন কেন্দ্র গুলোকে প্লাসটিক ফ্রী জোন হিসেবে ঘোষনা করেছিল জেলা প্রশাসন। এবার, সারা জেলায় সেই নিয়ম লাগু করার পথে হাঁটছে প্রশাসন।
এর ফলে এক ঢিলে অনেক পাখী মরবে বলে প্রশাসনিক কর্তাদের দাবী, প্রথমত, জেলায় প্লাসটিক জনিত দূষন বন্ধ হবে,দ্বিতীয়ত, ম্যালেরিয়া,ডেঙ্গুর বাহক মশার লার্ভা নিকাশী নালায় জন্মানোও বন্ধ করা যাবে। তৃতীয়ত প্লাসটিক বর্জ্যের পরিমানও কমবে জেলায় পাশাপাশি, জেলার কুমোরেরা মাটির ভাঁড়,গ্লাস,থালা যেমন বেচে আগের মতে রোজগারের সুযোগ পাবেন। তেমনি, পরিবেশ বান্ধব শাল পাতার থালা,বাটি,গ্লাসের চাহিদা বেড়ে গেলে জঙ্গল মহলের স্বয়ম্ভর গোষ্ঠীর আয়ও বাড়বে। এবং প্লাসটিকের রমরমা কমলে নির্মল জেলা হিসেবে বাঁকুড়াও কয়েক ধাপ ওপরে উঠবে।
এই কারণেই জেলা প্রশাসন এই প্লাসটিক বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারী করে কার্যত প্লাসটিকের বিরুদ্ধে সরাসরি জেহাদ শুরু করে দিল, তা বলাই বাহুল্য।
#দেখুন ভিডিও।
[embed]
সিবিআইয়ের জুজু দেখিয়ে মুখ্যমন্ত্রী কে শুধরানোর হুঁশিয়ারি বিজেপি...
27 Jun 2022 6:44 PM GMTজেলায় শুরু হচ্ছে বিনামূল্যে আইএএস,আইপিএসের কোচিং, থানায়,থানায় মিলবে...
25 Jun 2022 5:08 AM GMTছয় মাস আগে মাথার চুল কেটে র্যাগিং,শুক্রবার রহস্যজনক ভাবে রেল লাইনে...
24 Jun 2022 6:56 PM GMTবাঁকুড়া গার্লস হাইস্কুলে টিএমসিপির জেলা সভাপতির আপ্ত সহায়ক পরিচয়ে...
23 Jun 2022 12:00 PM GMTতৃণমূল নেত্রী অর্চিতা বিদের ফেসবুক পেজ হ্যাক করে অশ্লীল পোস্ট,সাইবার...
19 Jun 2022 4:48 PM GMT
সিবিআইয়ের জুজু দেখিয়ে মুখ্যমন্ত্রী কে শুধরানোর হুঁশিয়ারি বিজেপি...
27 Jun 2022 6:44 PM GMTভবানীপুরের জোড়া খুন থেকে প্রসঙ্গ দিলীপ ঘোষ,বাঁকুড়ায় অকপটে লকেট...
7 Jun 2022 5:17 PM GMTএক বছর পার,গ্রামে নেই উন্নয়ন,দূর হাটো,চোর স্লোগান তুলে ওন্দায় বিধায়ককে ...
5 Jun 2022 5:09 AM GMTএক বছর তো হেরে গিয়ে ঘরে বসেছিলেন,এবার মানুষের দরজায়,দরজায় যান,...
1 Jun 2022 10:03 AM GMTকালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর কর্মী সভার প্যান্ডেল,রাত জেগে ...
31 May 2022 6:13 PM GMT