জঙ্গলমহল খাতড়া

সারেঙ্গায় মাওবাদীদের নামে দেওয়া পোস্টারে হুমকী বিজেপি ও তৃণমূলকে! তদন্তে পুলিশ।

সারেঙ্গায় মাওবাদীদের নামে দেওয়া পোস্টারে হুমকী বিজেপি ও তৃণমূলকে! তদন্তে পুলিশ।
X

#BREAKING NEWS,বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার জঙ্গলমহলের সারেঙ্গায় মাওবাদীদের নামে দেওয়া পোস্টার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরোদমে। এদিন ছোট সারেঙ্গা এলাকা এবং সারেঙ্গা বিএলআরও অফিসে এই পোস্টার সাঁটানো হয়। প্রায় ১৬ টির মতো পোস্টার উদ্ধার করে পুলিস। এই পোস্টার গুলিতে বিজেপি ও তৃণমূল দুই দলকেই হুমকী দেওয়া হয়েছে। বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে পোস্টারে লেখা হয়েছে যে,দেশ জুড়ে এন,আর,সি কার্যকর হলে তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধেরও দাবী রয়েছে পোস্টারে। পুলিশ ও তৃণমূল নেতাদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য কয়েকটি পোস্টারে গ্রামবাসীদের পরামর্শও লেখা আছে। সমাজের শিক্ষিত বাঞ্ছিত যুবক যুবতীদের শাসক শ্রেণীর নেতা মন্ত্রীদের সাথে না ঘুরে তাদের গণ আন্দোলনে যোগ দেওয়ারও অনুরোধ জানান হয় এই পোস্টারে। এছাড়া দূর্নীতিগ্রস্থ সরকারী অফিসার ও তৃণমূল নেতাদের গণ আদালতে বসিয়ে বিচারেরও হুঁশিয়ারি দেওয়া হয় পোস্টারে। পোস্টার গুলির দাবীদার হিসেবে বেশীরভাগে সিপিআই (মাওবাদী) লেখা যেমন নজরে পড়েছে। তেমনি কিছু পোস্টারে সিপিআই (মাওইস্ট) ও লেখা আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এগুলো আদৌ মাওবাদীদের লেখা কিনা তা যাচাইয়ের জন্য তদন্তেও নেমেছে সারেঙ্গা থানার পুলিশ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/kotulpur-mysteriously-burned-to-death-a-housewife-the-father-of-the-housewife-has-filed-murder-case/img-20191114-wa0028/" rel="attachment wp-att-7099">

Next Story