জঙ্গলমহল খাতড়া

বালি খাদানের কর্মীরা, মোবাইলে নদীতে স্নানে যাওয়া মহিলাদের ভিডিও তোলায় উত্তাল রাইপুরের সিমলি গ্রাম,খাদানে ভাঙ্গচুর,পুলিশ - জনতা খন্ডযুদ্ধ।

বালি খাদানের কর্মীরা, মোবাইলে নদীতে স্নানে যাওয়া মহিলাদের ভিডিও তোলায় উত্তাল রাইপুরের সিমলি গ্রাম,খাদানে ভাঙ্গচুর,পুলিশ - জনতা খন্ডযুদ্ধ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনের মধ্যেই গ্রামে চলছিল বালি খাদান। এই বালি খাদানের কর্মীদের নদীতে স্নানে যাওয়া গ্রামের মহিলাদের ভিডিও তোলার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁকুড়ার রাইপুরের থানার সিমলি গ্রাম। উত্তেজিত গ্রামবাসীরা বালি খাদান মালিকের অফিসে ভাঙ্গচুর চালায়।পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের সাথে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। শুক্রবার বিকেলের এই ঘটনার জেরে পুলিশ ও গ্রামবাসী দুই পক্ষেরই বেশ কয়েক জন আহত হন।

গ্রামবাসীদের দাবী,গত ২২ মে থেকে এই বালি খাদান চালু হয়েছে। গ্রামের মেয়েরা নদীতে স্নান করতে গেলে বালি খাদানের সঙ্গে যুক্ত কর্মীদের কয়েকজন তাদের ভিডিও মোবাইলে তোলে। এই ঘটনার প্রতিবাদ তারা সরব হলে পুলিশ এসে উল্টে গ্রামবাসীদের উপর চড়াও হয়ে মারধর করে। এমনকি মহিলা পুলিশ কর্মী উপস্থিত থাকা সত্বেও পুরুষ পুলিশ কর্মীরা গ্রামের মেয়েদের মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনায় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। খাতড়ার এসডিপিও বিবেক ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে গ্রামে পৌঁছায়। খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি রাজকুমার সিংহ। তার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story