ব্রেকিং নিউজ

বিষ্ণুপুরে মাটি চুরির অভিযোগে আটক ১টি জেসিবি মেশিন সহ ৩টি ট্রাক্টর।

বিষ্ণুপুরে মাটি চুরির অভিযোগে আটক ১টি জেসিবি মেশিন সহ ৩টি ট্রাক্টর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় সরকার,বিষ্ণুপুর) : রাতের অন্ধকারে চুটিয়ে চলছিল মাটি চুরি! হারাতে বসেছিল সরকারি খাস জমি। সেই সাথে ধ্বংস হতে বসেছিল আদিবাসী স্কুলের শিশুদের খেলার মাঠটিও। অবশেষে গ্রামবসীদের তৎপরতায় ভেস্তে গেল মাটি মাফিয়াদের মাটি পাচারের ছক। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে পুলিশ আটক করল মাটি বোঝাই তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি মেশিন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বিষ্ণুপুরের রাধানগর এলাকার বনকাটি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, আদিবাসী অধ্যুষিত বনকাটি গ্রামের প্রাথমিক স্কুল সংলগ্ন মাঠ থেকে রবিবার রাতে মাটি মাফিয়ারা মেশিন দিয়ে মাটি কেটে তা পাচার করছিল।গ্রাম বাসীরা ঘটনা টের পেতেই, সেখানে ছুটে যান। গ্রামবাসীরা গাড়ির চালকদের কাছে জানতে চান কার অনুমতি নিয়ে তারা মাটি তুলছে? তারা সদুত্তর দিতে পারেনি। তখন ট্রাক্টর গুলি আটকিয়ে রাধানগর ফাঁড়িতে খবর দেন তারা পরে, পুলিশ এসে জেসিবি মেশিন সমেত ৩টি ট্রাক্টর আটক করে'। বিষ্ণুপুর বিএলআরও বিপ্লব দাস বলেন, সরকারি জমি থেকে মাটি কাটার কোনও বৈধ কাগজ ট্রাক্টর চালকদের কাছে ছিল না। তাই নিয়ম অনুযায়ী গাড়ি গুলি আটক করে তদন্ত শুরু হয়েছে। বেআইনি কাজ করার জন্য মাইনিং এক্ট অনুযায়ী অভিযুক্তদের জরিমানা করা হবে। এবং আনাদায়ে সকরারী সম্পত্তি চুরির আইনে মামলা রজু করা হবে'। আন্যদিকে, বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দেবনাথ বাউরি বলেন, 'শিশুদের খেলার জায়গা চুরি করাটা কিছুতেই বরদাস্ত করা হবেনা। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবীও তোলেন তিনি।

Next Story