বাজার-বানিজ্য

পাত্রসায়রে গ্রামবাসীদের সাথে বালি খাদান মালিকের বিবাদ,বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। দেখুন 🎦 ভিডিও প্রতিবেদন।

পাত্রসায়রে গ্রামবাসীদের সাথে বালি খাদান মালিকের বিবাদ,বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। দেখুন 🎦 ভিডিও  প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বালি খাদান মালিকের সাথে বালি পরিবহনের জন্য ব্যবহৃত রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাদীদের বিবাদের জেরে উত্তেজনা ছড়ায় জেলার পাত্রসায়র ব্লকের পাঁচপাড়া গ্রামে। পরিস্থিতি সামাল দিতে পাত্রসায়র থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে, পুকিশকে তেড়ে আসে উত্তেজিত জনতা। তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। বাধ্যহয়ে গ্রাম থেকে পিছু হটে পুলিশ। এই গ্রাম লাগোয়া দামোদর নদ থেকে বালি তুলে তা গ্রামের মধ্যে রাস্তা বানিয়ে পরিবহন করছিলেন বালি খাদানের মালিক। প্রথম,প্রথম ট্রাক্টরে করে বালি পরিবহন হচ্ছিল। তখন গ্রামবাসীরা অতটা আমল দেননি। কিন্তু সাম্প্রতিক ওই রাস্তা দিয়ে বালি বোঝাই লরি চলাচল শুরু করায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হন। আর এই বালির লরির বেপরোয়া চলাচলে গ্রামের স্কুল পড়ুয়া থেকে অন্যানরা যাতায়াতের সমস্যায় পড়েন। তার ওপর শব্দ দূষনে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা বালির লরি চলাচল ঠেকাতে রাস্তায় একটি বাঁধ তৈরী করে দেন। আজ সকালে সেই বাঁধ জেসিবি দিয়ে ভেঙ্গে ফের রাস্তা তৈরীর কাজ শুরুর চেষ্টা করেন বালি খাদানের মালিক। এর জেরেই গ্রামে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে পিছু হটতে বাধ্য হয় বালি উত্তোলক সংস্থার লোকজন। খবর পেয়ে পুলিশ এলে পুলিশ -জনতার বাকবিতন্ডায় উতপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল। পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Next Story