ঝিলিমিলিতে এক বছর আটের বোবা ও কালা কিশোরী কে উদ্ধার করল পুলিশ।
BY Bankura 24x715 Oct 2019 5:50 PM GMT

X
Bankura 24x715 Oct 2019 5:50 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার ঝিলিমিলির গরাডি গ্রামের রাস্তায় বছর আটের বোবা ও কালা এক কিশোরী কে উদ্ধার করল ঝিলিমিলি ফাঁড়ির পুলিশ। আজ সন্ধ্যায় এলাকায় ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। ঝিলিমিলি ফাঁড়ির পুলিশ উদ্ধারের পর,সেখান থেকে তাকে বারিকুল থানায় পাঠিয়ে দেয়। এখন সে বারিকুল থানায় রয়েছে। সে তার ঠিকানা বা নাম লিখে বোঝাতে না পারায়, সমস্যায় পড়েছে পুলিশও।
এই অবস্থায় কিশোরীর পরিবার বা পরিচিত কেও ছবি দেখে তাকে চিনতে পারর সুযোগ পেলে,কিশোরীকে তার বাড়ীতে ফেরানোর কাজটা সহজ হবে। কেও তাকে চিনতে পারলে বা তার বাড়ীর ঠিকানার সন্ধান পেলে আমাদের মোবাইল নাম্বারে (9434047119) যোগাযোগ করতে পারেন বা সরাসরি বারিকুল থানাতেও যোগাযোগ করতে পারেন।
Next Story