জঙ্গলমহল খাতড়া

পশ্চিম মেদিনীপুর সীমানায় সারেঙ্গা পুলিশের নাকা চেকিং,চেন্নাই থেকে আসা ১০ পরিযায়ী শ্রমিককে মেডিকেল পরীক্ষায় পাঠাল পুলিশ।

পশ্চিম মেদিনীপুর সীমানায় সারেঙ্গা পুলিশের  নাকা চেকিং,চেন্নাই থেকে আসা ১০ পরিযায়ী শ্রমিককে মেডিকেল পরীক্ষায় পাঠাল পুলিশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভিন জেলা বা রাজ্য থেকে করোনা আক্রান্ত কেও যেন গ্রীণজোন বাঁকুড়ায় ঢুকে পড়তে না পারে, তার জন্য জেলার জঙ্গলমহলের সারেঙ্গায় পশ্চিম মেদিনীপুর সীমানাবর্তী কারভাঙ্গায় বিশেষ নাকা চেকিং চালাল সারেঙ্গা থানার পুলিশ।

আজ বিকেল থেকে এই বিশেষ নাকা শুরু হয়। এবং এই সময় চেন্নাই থেকে বাসে করে জেলায় ঢুকে পড়া ১০ জন পরিযায়ী শ্রমিককে, পুলিশ মেডিকেল চেকআপের জন্য সারেঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

এদিন বিকেলে নাকা চেকিং করার সময় এই বাসটিকে আটকায় পুলিশ। যেহেতু এই বাসের যাত্রী ১০ জন পরিযায়ী শ্রমিকের রাজ্যে এন্ট্রির পাস ছিল, তাই তাদের জেলায় প্রবেশ করতে দেওয়া হয়।

এই বাসের দশ জন যাত্রীর মধ্যে ২জনের বাড়ী সারেঙ্গায় এবং বাকিদের বাড়ী সিমলাপালে। এই শ্রমিকদের মেডিকেল পরীক্ষার পর হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে।

#দেখউন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story