জঙ্গলমহল খাতড়া

সারেঙ্গায় নাকা চেকিংএ- উদ্ধার প্রচুর পরিমাণ পোস্তর খোলা।

সারেঙ্গায় নাকা চেকিংএ- উদ্ধার প্রচুর পরিমাণ পোস্তর খোলা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নির্বাচনী নাকা চেকিং চলা কালীন একটি যাত্রীবাহী বেসরকারি বাস থেকে এক বস্তা পোস্তর খোলা উদ্ধার করল সারেঙ্গা থানার পুলিশ। যদিও পোস্তর খোলার পাচারকারী কে ধরতে পারেনি পুলিশ। এই উদ্ধার হওয়া বস্তায় প্রায় ১০ কেজির মতো খোলা ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশের দাবী। আফিমের বিকল্প হিসেবে মাদক আসক্তরা এই খোলা গরম জলে ফুটিয়ে লিকার চায়ের মতো করে সেবন করে। আবার নানা নেশার দ্রব্য তৈরিতেও এগুলো ব্যবহার করা হয়। ফলে বাজারে এই পোস্ত খোলার চাহিদাও রয়েছে। পুলিশ জানিয়েছে, সারেঙ্গার কাঁড়ভাঙ্গার জঙ্গলে নাকা চাকিং করার সময় পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থেকে বাঁকুড়ার খাতড়া গামী ওই বাসটিতে বস্তা নজরে পড়লে সন্দেহ বসত তল্লাশি করলে বস্তা থেকে প্রচুর পরিমান পোস্তর খোলা উদ্ধার হয়।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story