Home > জঙ্গলমহল খাতড়া > করোনা আবহে বিজেপির মিথ্যাচার ও কুৎসা ঠেকাতে জেলার বাঁকুড়া ও রাইপুরে দুই তৃণমূল বিধায়কের সাংবাদিক বৈঠক।
করোনা আবহে বিজেপির মিথ্যাচার ও কুৎসা ঠেকাতে জেলার বাঁকুড়া ও রাইপুরে দুই তৃণমূল বিধায়কের সাংবাদিক বৈঠক।
BY Bankura 24x76 Jun 2020 12:11 AM IST

X
Bankura 24x76 Jun 2020 12:11 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ সারা রাজ্যের সাথে জেলার দুই বিধানসভার বিধায়কদের সাংবাদিক বৈঠকের মাধ্যমে জেলায় করোনা পরিস্থিতিতে শাসক দলের ও রাজ্য সরকারের, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুমিকা এবং বিরোধী দল, বিশেষ করে বিজেপির মিথ্যা প্রচার আর কুৎসার রাজনীতির তুল্যমূল্য বিচার তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের কাছে তুলে ধরলেন দুই বিধায়ক। জেলার সদর শহর বাঁকুড়ার পাশাপাশি জঙ্গলমহলের রাইপুরে এদিন সাংবাদিক বৈঠক সারেন যথাক্রমে শম্পা দরিপা এবং বীরেন্দ্রনাথ টুডু।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story