খেলা

নেতাজী জন্ম জয়ন্তীতে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী সাংবাদিক একাদশ। পুলিশ সুপার একাদশকে ৫ উইকেটে হারাল সাংবাদিকরা।

নেতাজী জন্ম জয়ন্তীতে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী সাংবাদিক একাদশ। পুলিশ সুপার একাদশকে ৫ উইকেটে হারাল সাংবাদিকরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে এবছরও জয়ের ধারা অব্যাহত রাখল জেলার সাংবাদিক একাদশ। আজ শহরের পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত এই খেলায় পুলিশ সুপার একাদশ কে ৫ উইকেটে পরাজিত করে সাংবাদিক একাদশ।

১২ ওভারের এই প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পুলিশ সুপার একাদশ ৬ উইকেটের বিনিময়ে ১১১ রান করে। জয়ের জন্য ১১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৯.২ ওভারেই পাঁচ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় সাংবাদিক একাদশ। খেলার প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল দুই শিবিরেই।এদিনের ম্যাচে ব্যাটে ও ফিল্ডিংএ মুন্সিয়ানা দেখিয়ে সবার নজর কাড়েন পুলিশ সুপার কোটেশ্বর রাও। সাংবাদিকদের মধ্যে হীরক মুখোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় দাস ও দারুন খেলা উপহার দেন।খেলার শেষে ট্রফি তুলে দেন পুলিশ সুপার কোটেশ্বর রাও।

এদিনের প্রীতি ম্যাচে ব্যাটে, বলে পারদর্শিতার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাংবাদিক একাদশের মৃত্যুঞ্জয় দাস। এছাড়া সাংবাদিক একাদশের হীরক মুখোপাধ্যায় বেস্ট ব্যাটসম্যান ও দেবাশিষ মৌলিক বেস্ট ক্যাচ টেকার নির্বাচিত হন।আর বেস্ট বোলারের শিরোপা পান পুলিশ সুপার একাদশের প্রসেনজিত বারুই।

#দেখুন ভিডিও।[embed]

Next Story