পাঠক পাড়া- শাঁখারী পাড়া অঞ্চলের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিল শহরের ২৩ টি স্কুলের ছাত্র, ছাত্রী।
BY Bankura 24x727 Nov 2018 6:36 PM IST

X
Bankura 24x727 Nov 2018 6:36 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের ২৩ টি প্রাথমিক স্কুলের ছাত্র,ছাত্রীদের নিয়ে পাঠকপাড়া-শাঁখারীপাড়া অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল গোপীনাথপুর বোস্টেল মাঠে।
এদিনের, এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জেলার সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দেবাশীষ লাহা। তিনি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।
এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা পরবর্তী ধাপে সার্কেলের খেলায় অংশ নেবে। তারপর জোন হয়ে জেলা, এবং সেখান থেকে রাজ্য প্রথমিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে।
#দেখুন ভিডিও।[embed]
Next Story