জঙ্গলমহল খাতড়া

মিড-ডে মিল নিম্নমানের, এই অভিযোগে সারেঙ্গায় দুদিন ধরে বিক্ষোভে সামিল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা! ঘেরাও করা হল বিডিও অফিসও।

মিড-ডে মিল নিম্নমানের, এই অভিযোগে সারেঙ্গায় দুদিন ধরে বিক্ষোভে সামিল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা! ঘেরাও করা হল বিডিও অফিসও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মিড মিলের রান্নার মান নিম্ন মানের! এই অভিযোগ তুলে পর,পর দুদিন ক্ষুদে পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হল জেলার জঙ্গল মহলের সারেঙ্গা। গত কালকের পথ অবরোধের পর আজ ফের বিক্ষোভে সামিল হয় পড়ুয়ার দল।

আজকের এই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে স্থানীয় বিডিও অফিসে।

থালা বাজিয়ে,প্ল্যাকার্ড হাতে নিয়ে, কচি গলার স্লোগানে নিজেদের দাবীতে সরব হয় সারেঙ্গার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত বিডিও অফিস চত্বরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। এই বিক্ষোভে নেতৃত্ব দেন অভিভাবক ও গ্রামবাসীরা।

অবশেষে, সারেঙ্গার বিডিও সংলাপ বন্দ্যোপাধ্যায় অভিভাবক ও গ্রামবাসীদের সাথে আলোচনা করে দাবী মেটানোর আশ্বাস দিলে দুপুর ১টা নাগাদ বিক্ষোভ ওঠে।গ্রামবাসীদের অভিযোগ, এই স্কুলে মিড ডে মিলের মান যেমন খারাপ,তেমনি পড়াশোনার মানও তলানিতে ঠেকেছে!বারবার প্রধান শিক্ষিক রীনা পালকে অভিযোগ জানালেও কাজ হয়নি,তাই বাধ্য হয়ে দুদিন ধরে বিক্ষোভে নামতে হয়েছে কচিকাঁচাদেরও।

#দেখুন 🎦ভিডিও।👇[embed]

Next Story