এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে বিক্ষোভ, ঘটনার একদিন পর মৃতদেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ,রাণীবাঁধে চাঞ্চল্য!

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অস্বাভাবিক ভাবে মৃত এক গৃহবধুর মরদেহ তুলতে হিমসিম খেতে হল রানীবাঁধ পুলিশ কে। অবশেষে ঘটনার একদিন পর সোমবার দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জঙ্গলমহলের মল্লিকডাঙ্গা এলাকায়।
এই গ্রামেই রবিবার প্রতিমা মাহাতো (৩১)নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বছর ১০ আগে এই গ্রামেরই বাসুদেব মাহাতোর সাথে বিয়ে হয় তার। সন্তান না হওয়ায় স্বামী অন্য একজন কে বিয়ে করেন। তা নিয়ে অশান্তি চলছিল।
শ্বশুর বাড়ির লোক প্রতিমাকে খুন করে টাঙিয়ে দিয়েছে এই অভিযোগ তুলে, মৃতদেহ রেখে গ্রামের কিছু মানুষ বিক্ষোভ দেখায়। পুলিশ কে মৃতদেহ তুলতে বাধা দেওয় হয়। যার ফলে ঘটনার একদিন পর মৃত দেহ তুলে ময়না তদন্তে পাঠায় পুলিশ।
#দেখুন 🎦 ভিডিও।[embed]