জঙ্গলমহল খাতড়া

জনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ার প্রতিবাদে বিক্ষোভ সারেঙ্গায়,সামিল বাড়ীর মহিলা থেকে কচিকাঁচারাও।

জনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ার প্রতিবাদে বিক্ষোভ সারেঙ্গায়,সামিল বাড়ীর মহিলা থেকে কচিকাঁচারাও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক,সারেঙ্গা) : জনবসতি পূর্ণ এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা ঠেকাতে এলাকার মহিলা,ও পুরুষদের পাশাপাশি, কিশোর কিশোরী এমনকি বাচ্চারাও দলবেঁধে বিক্ষোভে সামিল হল। সারেঙ্গার মিশন হাইস্কুলের প্রস্তাবিত কোয়ারেন্টাইন সেন্টারে চড়াও হয়ে এদিন তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। এই স্কুলের দুটি রুমের একটিতে ১১ ও আর একটিতে ১৫ টি মিলিয়ে মোট ২৬ বেডের কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই রুম দুটিতে বেড পাতারও কাজও সেরে ফেলা হয়েছে। তা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। সামনে বাজার, থানা,এবং ঘন জনবসতি পূর্ণ এলাকার এই স্কুলটিতে কেন প্রশাসন কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে তাই এই সেন্টার বন্ধের দাবীতে দল,মত নির্বিশেষে একসাথে আন্দোলনে নেমেছেন তারা। এবং এর পরও যদি এখান থেকে কোয়ারেন্টাইন সেন্টার তুলে না নেওয়া হয়, তাহলে আরো বড়ো আন্দোলনে নামারও হুমকী দিয়েছেন এলাকার মানুষ। আজ এই স্কুলে চড়াও হয়ে বিক্ষোভে সামিল যারা হয়েছিলেন তার সিংহভাগই ছিলেন বাড়ীর মহিলারা। তারা দাবী তুলেছেন,পরিবারের প্রিয়জনদের বাঁচাতেই তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবী না মানলে ফের তারা প্রশাসনের বিরুদ্ধে পথে নামবেন বলেও হুমকী দেন।

এদিকে,এই বিক্ষোভের ফলে খানিকটা হলেও ব্যাকফুটে সারেঙ্গা ব্লক প্রশাসন। তারা বিক্ষোভের সময় এই স্কুল মুখো হওয়ার সাহস পাননি বলেও গুঞ্জন শোনা যাচ্ছে গ্রামে। পাশাপাশি, সংবাদ মাধ্যমের কাছেও এই ঘটনায় মন্তব্য করা থেকেও পিছু হটেছে সারেঙ্গা ব্লকের প্রশাসনিক কর্তারা।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bloody-bodies-recovered-at-village-adjoining-field-in-simalapal-sdpo-of-khatara-started-investigation/img-20200311-wa0045/" rel="attachment wp-att-8342">

Next Story