পিএসসির খাদ্য দপ্তরের এস,আই নিয়োগের পরীক্ষায় সময়মতো প্রশ্নপত্র না পেয়ে, বিক্ষোভ পরীক্ষার্থীদের। বাঁকুড়ার কাঞ্চনপুর হাই স্কুলের ঘটনা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পিএসসির ব্যবস্থাপনায় ফুড ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষায় উত্তর পত্র পৌঁছলেও প্রশ্ন পত্র না মেলায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখালেন বাঁকুড়া ২ নাম্বার ব্লকের কাঞ্চনপুর হাই স্কুলে।
এমনকি প্রশ্ন পত্র সময়মতো না পেয়ে প্রতিবাদে পরীক্ষা বয়কটও করলেন বেশ কিছু পরীক্ষার্থী। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ের প্রায় ঘন্টা খানেক পর বাকী পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেন।
জানা গেছে বাঁকুড়ার এই পরীক্ষা কেন্দ্রে ২০০ জনের সিট পড়েছিল। দুপুর ১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও তখনও প্রশ্ন পত্র বিলি না হওয়ায় চাঞ্চল্য ছড়ায়।পরে প্রশ্ন না পৌঁছনোর খবর জানাজানি হতেই শুরু হয় বিক্ষোভ
।অনেকে পরীক্ষায় না বসে পালিয়ে যায়।পরে প্রশ্ন পত্র এলে ঘন্টা খানেক পর ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।বয়কটকারীরা বাদ দিয়ে বাকীরা যথারীতি পরীক্ষা দেন।
#দেখুন ভিডিও।[embed]