বিষ্ণুপুরে উল্টো পূরাণ! এবার, পুলিশের ওপর নজরদারী আম জনতার! কেন হল এমনটা ? জানতে পড়ুন এই প্রতিবেদন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার উল্টো পূরাণ! বিষ্ণুপুরে পুলিশের ওপরই নজরদারী চালাবে জনগন। আর পরিস্থিতি বেগতিক দেখলে,পুলিশ সুপারের কাছে অভিযুক্ত পুলিশের শাস্তির দাবীও জানাবেন তারা! হ্যাঁ,বিষ্ণুপুরের বাইপাস রোডের ভগত সিং মোড়ের স্থানীয় বাসিন্দারা এমনটাই করতে চলেছেন!
বুধবার রাতে এখানে বালি বোঝাই লরি থেকে পুলিশের তোলা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে পথ অবরোধ করে জন বিক্ষোভের জেরে পুলিশের মুখ লুকানোর জায়গা নেই! প্রকাশ্যে বালি বোঝাই লরি থেকে টাকা তোলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। চেক পোস্টকে তোলা আদায়ের ঠেকে পরিনত করায় এই জন রোষ বলে জানা গেছে। দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে বিক্ষোভের জেরে রাস্তায় যান চলাচলও থমকে যায়।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে বেশ কিছু বাস ও গাড়ী আটকে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার নেয়।
বিষ্ণুপুর থানার আইসি ঘটনাস্থলে এলে,তাকে আটকেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।এবং জানিয়ে দেওয়া হয় এমন কাজ যেন পুলিশ না করে।জনতা এবার নজর রাখবে।ফের তোলাবাজির ঘটনা যেন না ঘটে তারও হুঁশিয়ারী দিয়ে রাখেন জনতা জনার্দন!
ঘটনা স্থলে কর্তব্যরত পুলিশ কর্মীরা লরি পিছু ৫০০ টাকা করে আদায় করছিলেন বলে অভিযোগ ওঠে।
এই চেক পোস্টে সিসিটিভি লাগানো হলেও তাএখনও চালু না হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ওভার লোডেড বালি পরিবহনের লরি গুলো থেকে পুলিশের এই বেআইনি টাকা তোলার রমরমা বলে মনে করা হচ্ছে।
মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও বিষ্ণুপুর জুড়ে ওভার লোডেড বালি ভরা লরির দাপট কী ভাবে বেড়ে চলেছে! তা নিয়েও উঠছে প্রশ্ন?
#দেখুন ভিডিও।[embed]