বাজার-বানিজ্য

ছাইয়ের দূষণ ঠেকাতে এবার বিভিন্ন শিল্পে ও জমি ভরাটে ছাইয়ের ব্যবহার বাড়াতে সচেতনতা শিবির এমটিপিএসের।

ছাইয়ের দূষণ ঠেকাতে এবার বিভিন্ন শিল্পে ও জমি ভরাটে ছাইয়ের ব্যবহার বাড়াতে সচেতনতা শিবির এমটিপিএসের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফি বছর উৎপাদিত ছাই নিয়ে দিশেহারা তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষ! ছাই পুকুরে উপচে পড়া ছাই সুস্থ পরিবেশের অন্তরায় হয়ে যেন না দাঁড়ায় তার জন্য এই ছাইয়ের ব্যবহার বাড়াতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে তাপ বিদ্যুৎ কতৃপক্ষ। বিশেষ করে ছাই থেকে ইঁট তৈরির প্রচলন বাড়াতে বিনা মূল্যে ছাই ইঁট প্রস্তুত কারক সংস্থা দেবে তারা।পাশাপাশি, নুতন ছাই ইঁট তৈরির ইউনিট স্থাপন করলে তাদের প্রযোজনীয় প্রশিক্ষণ ও দেবে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। এদিন তাপ বিদ্যুৎ প্রকল্পের ছাইয়ের বিভিন্ন শিল্পে ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভার আয়োজন করে ডিভিসি। মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার চন্দ্র শেখর ত্রিপাটি জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫০ কিমি দূরত্ত্বে কোনো জমি ভরাটের কাজে এই ফ্লাই অ্যাশ ব্যবহার করলে সেক্ষেত্রে ডিভিসি বিনা মূল্যে ছাই পৌঁছে দেবে। আর ছোট, ছোট ছাই ইঁটের ইউনিট গুলো নিজেদের অ্যাসোসিয়েশন বানিয়ে এক সাথে মোটা পরিমান ছাই বিনামূল্যে নিয়ে তা নিজেরা চাহিদামতো ভাগ, বাটোয়ারা করে নিতে পারবেন। এটাতে ছোট ইউনিটের মালিকরাও উপকৃত হবে।

এখন বিভিন্ন সিমেন্ট কোম্পানি, ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড এখান থেকে ভালো পরিমান ছাই নেয়।এছাড়া নর্থ ইস্টের রাজ্য গুলোতেও এখান থেকে ভালো পরিমান ছাই যায়। তার পরও প্রচুর পরিমান ছাই মজুত থাকার ফলে সমস্যা রয়েই যাচ্ছে। তাই এই সমস্যা মেটাতে ফ্লাই অ্যাশের ব্যবহার কি ভাবে বাড়ানো যায় তার প্রচার ও প্রসার ঘটতেই এই উদ্যোগ নিয়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বলেও জানান তিনি।

#দেখুন 🎦 ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Next Story