Home > ব্রেকিং নিউজ > #পূজো পরিক্রমা :লাল বাজার সার্বজনীন। এবার সুবর্ণ জয়ন্তী বর্ষের উপহার সাড়ে তিন লক্ষ নারকেল খোলা দিয়ে তৈরী অভিনব মন্ডপ।
#পূজো পরিক্রমা :লাল বাজার সার্বজনীন। এবার সুবর্ণ জয়ন্তী বর্ষের উপহার সাড়ে তিন লক্ষ নারকেল খোলা দিয়ে তৈরী অভিনব মন্ডপ।
BY Bankura 24x717 Oct 2018 5:26 AM GMT

X
Bankura 24x717 Oct 2018 5:26 AM GMT
#বাঁকুড়া২৪X৭পূজো পরিক্রমা ২০১৮ :-
লালবাজার সার্বজনীন : শহরের লালবাজার সার্বজনীনের পুজোর এবার সূবর্ণ জয়ন্তী।
তাদের ৫০ তমে বর্ষের আকর্ষণ সাড়ে তিন লক্ষ নারকেলের খোলা দিয়ে তৈরী মন্ডপ।
নানা মাপের নারকেল খোলা রাঙ্গিয়ে সাজানো হয়েছে মন্ডপ।
বহির ও অন্দরের মন্ডপ সজ্জায় নারকেলের খোলার ব্যবহার সুন্দর ভাবে করেছেন শিল্পীরা।
বাইরে মূল মন্ডপের আদলেও রয়েছে অভিনবত্বের ছাপ।
রাতের মায়াবী আলোয় আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এই মন্ডপ।
তার পাশাপাশি, রয়েছে সারা রাস্তা জুড়ে আলোর নানা কেরামতি! কোথাও আলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে স্বয়ং মহাদেবকে! তো কোথাও আবার আলোর ছটায় তৈরী মায়াবী ময়ূরের কেকার মূর্চ্ছনার হাতছানি!
এছাড়া নজরকাড়া মাতৃ প্রতিমা এখানকার আরও এক আকর্ষণীয় দিক।
#দেখুন ভিডিও।
[embed]
Next Story